হারানো ছায়ায়
আমি অদৃশ্য এবং এক ধূসরছায়া,
রঙছায়া অন্তর্জলের মধ্যে নিমগ্ন,
স্বপ্ন আর যন্ত্রে খচিত দ্রোহের দ্যুতি।
কণ্ঠস্বর বাতাসের খরস্রোতানদী,
সংগীতের আবহে প্রবাহিত,
প্রতিটি শব্দে গুম হয়ে যায় নীরবতা,
যা আমার অলিখিত নামই ভুলে যায়।
উচ্চতম কাঠামো,
ধাতব কুসুমের মতো ফোটে,
মূলহীন, আমি নিজেও রূঢ় বাতাসে ভেসেচলা
এক উদাসীন খেয়াল মাত্র।
আমি সুবাস খুঁজি
স্মৃতির অলি-গলির ধোঁয়াটেপথে,
অগত্যা শরীরের প্রতিটি জংশনে অপেক্ষায়
অদৃশ্য নামের এক বিকৃত ছায়া!
আমার অতীত ভিত্তরে চাপা,
চল্লিশ শীতের নিঃশব্দ কুয়াশা।
আমি কিছুই বহন করি না,
শুধু শ্বাস আর প্রতিধ্বনি;
হারিয়ে গেছি ছায়ার সমুদ্রের মাঝে,
কিন্তু আমার নিজস্ব কোনো আলো নেই।





Leave a comment