ফারুক আহমেদ রনি

ভালবাসার অন্তিম শব্দাবলী

অন্তিম রহস্য ঘিরে আছে শোকার্ত সময়,
বোবা কষ্টগুলো চিবিয়ে খেয়েছে হাড় মাংস অনেক,
শেষ যৌবনের উদাসীনতা নিয়ে
বোহেমিন ক্লান্ত প্রহর গুনছি নীরব প্রত্যাশায় ।

জীবন এবং যৌবনের হিসেব মেলেনি কখনও।

তাড়া খাওয়া বিভ্রম, নশ্বরপ্রণয়
বিদ্যুতের শরীর ছুঁয়ে ভেসে এলো
ভালোবাসার পরম অলিখিত বার্তা।
অন্ধকার শীতল রজনীতে
বিনম্র জ্বলেওঠে বিপন্ন প্রদীপ
বাতাসের নরম আঙুলে কেঁপেওঠে শিখা,
কুয়াশার শাড়িতে ঢেকে থাকে বিস্মৃতির ছায়া।

অপেক্ষায় ছিলাম…
যেন এক দুর্বোধ্য কাঙাল ভিখেরি!
অজানা নিঃশ্বাস স্পর্শ করে
জীবনের শেষ বসন্তের বন্ধকী সীমানা,
ধোঁয়াশায় মিশে যায় দুরন্ত ইচ্ছে
তবুও নির্লিপ্ত উপেক্ষায় জেগেওঠে
ভালবাসার ঐশ্বরিক আয়োজন।

সময়ের কপাটে হাজার প্রশ্ন থমকে থাকে
বুকের গলিপথে শিশিরের মতো ঝরেপড়ে
কামনার জল…
এবং
বিশ্বাস পুঁজি করে আবার হারিয়ে যাই
অন্তিম রহস্যের অনন্ত অতলে ।

Leave a comment

Trending