ফারুক আহমেদ রনি
নশ্বর রাত
এক নদী বর্ষার জলবেয়ে
ঘেমেছে ক্লান্তশরীর…
তবুও তোমার শুকনো ঠোঁট
কাঠফাটা রোদের খাঁ খাঁ চুম্বন।
স্বপ্নের আঁটসাঁট বাঁধা মধ্যরাত
ঝরেপড়ে ভেজা আকাশ,
তোমার নিঃশব্দ নিঃশ্বাসে
বেগবান গোপন জলের স্রোত।
বাতাসে অদৃশ্য আগুনেস্পর্শ
ছুঁয়ে যায় উনুনেবুক
নীরবতায় কাঙ্ক্ষিত কাম
বিধ্বস্ত, বেহায়া পাথুরে সময়।
তোমার রক্ত শিরায়
বিদ্যুৎ ত্বরিত নশ্বর কম্পন
গলে যায় অনামা রাত
আমার জন্য বিদগ্ধ বিষাদ।





Leave a comment