শূন্যতার বারান্দা
আমার সুখগুলো নিলামে গেছে
রেখে গেছে মসৃণস্বপ্নের হতাশাগুলো
যারা ছিদ্র করছে হাড়ের ভেতরে
ঘুমিয়ে থাকা বীর্যের অলৌকিক শরীর।
নিঃশ্বাসের অন্ধকারে শুয়ে আছে
দীর্ঘছায়ার ম্যাপলবৃক্ষটি
যে গোপনে জড়িয়ে থাকে দুতলার বারান্দা,
ঠিক আমার মতোই একাকী।
উচ্চারণহীন নিঃশ্বাস পুড়ছে বাতাসে,
অস্থির উষ্ণতায় জ্বলে পুরনো স্মৃতি।
অদৃশ্য কল্পনার চাবিতে খুলে যায়
আমরণ বদ্ধ বুকের কপাট।
অপেক্ষা…
শুধু নিঃশব্দের ছায়া,
আমার একাকীত্বের দীর্ঘশ্বাসের মতো
নিস্তরঙ্গস্বপ্নে শুয়ে থাকে শূন্যতার বারান্দা।





Leave a comment