প্রেতডানার ছায়া
অঙ্কুরে মুদ্রিত হয় জন্মের ইতিহাসের পাতা
বণিকেরা জাহাজ ভিড়িয়েছে নীলগঞ্জে
সন্ধ্যার বুক ছুঁয়ে নেমে আসে প্রেতডানারছায়া।
আজ রাতে রহস্যের সিঁড়ি ভেঙে
কালো অন্ধকার নামবে, তোমাকে ছিনিয়ে নেবে
দীর্ঘ অমাবস্যার বিনিময়ে।
রক্তখচিত তোমার হাতের মেহেদী,
কপালে স্মৃতির অস্তগামী সূর্যের ফ্যাকাসে টিপ,
আজ মৌমাছির গর্ভশূন্যউত্থান বসন্ত বাগানে
গড়িয়ে পড়ে শরবিদ্ধ অলীক বিষাদ।
দূরের বাঁশবনে বাজে অচেনা শঙ্খের শব্দ,
মৃত ঘড়ির কাঁটার আর্তনাদে থেমে থাকা সময়
অপূর্ণ, অথচ চিরন্তন কালের সাক্ষী।
তোমার চোখে নীল অরণ্যের নিঃশব্দ হাহাকার,
ভাঙা পালকের মতো ঝরেপড়ে বিদগ্ধআকাশ
যেখানে শব্দেরা কাঁদে, এবং
নীরবতাই রচনা করে পরবর্তী ইতিহাস।





Leave a comment