অগ্নিজল

জলের শরীরে আগুণ জ্বলে,
মধ্যাহ্নের ভস্ম সময়
আয়নার ওপারে ঢাকা পড়েছে স্মৃতি
স্বপ্নের ভেতরে সুখের কুসুম
রক্তেবুনে আদিম সখ্যতা,
নষ্ট ভ্রূণের ঘ্রাণ।

নিষ্ক্রিয় আফিমের দানায় পিঁপড়ের ডিম
জন্ম নিচ্ছে মৃত মানুষের ক্লান্তচোখ
ফাঁকা আকাশে ঝুলে আছে কুয়াশার রুপালীজল,
শূন্যতার ভেতর আত্মহত্যার মানচিত্র
আরেক নিস্পৃহা আধারের গল্প।

জ্যোৎস্নার ধ্বংসস্তূপে শুকায় নিষিদ্ধ আলো,
অন্ধকারের ভেতরেই আবার কেউ
বুনন করে অনাদি শ্বাসের উষ্ণতা
ভোরের ভাঙনের মধ্য দিয়ে জন্ম নেয়
এক নতুন অস্তিত্বের ভাস্কর্য!

এখানে আজ আর কোন মানুষ নেই
বুনো স্রোতেভাসা নষ্ট প্রতিকৃতি
এখানে জল ছিলো ক্লান্তনদী
বিষাদে স্মৃতির ঘ্রাণ
ভাঙা জানালায় হাড়ভাঙা বিমূর্ত চাঁদ
বেহায়া ছায়ার শরীর জড়িয়ে আছে
মৃত বৃক্ষের শিকড়;
একচিলতে আগুনেপোড়া বিষণ্ণ নীরবতা
ছিদ্র করে বুকের আঙিনা ।

সূর্য আজ লুকিয়েছে লাল মেঘের আড়ালে
পাথর ফেটে ছুটে আসে নিঃশ্বাসহীন স্মৃতি
পাখি চিৎকার করে, কিন্তু তাদের কন্ঠে নেই গান,
এখানে শুধু ব্যথার ছায়া লড়াই করে চিরকাল।

Leave a comment

Trending