অপসৃত স্বাধীনতা
সূর্যের শরীর গ্রাস করেছে কালোমেঘ
বুনো জংলার আড়ালে ক্ষয়ে যায় পূর্ণিমা।
নিঃসঙ্গ আজ কোটি কোটি নক্ষত্র,
থমকে গেছে নিঃশ্বাস
আলখেল্লার ভেতর চাপা এক নির্বাক আর্তনাদ।
অপসৃত আজ স্বাধীনতা!
জলের ভেতরে ক্লান্ত নদী, উদভ্রান্ত সময়
একঝাক পঙ্গপাল চুষে খায় অমৃত বাগান।
বিপন্ন সময় ঘিরে জোট বেধেছে,
আজ তীর্থযাত্রা, মূর্খের দল!
সবুজক্ষেতের আলজুড়ে বিষাক্ত রক্তকণিকা
ছুটে চলেছে বঙ্গোপসাগরে
স্বাধীনতার অবগাহন হবে আজ!
মর্গের লাশেরা জন্মের পাপ মোচনে সারিবদ্ধ
স্বর্গের সিঁড়ি নেমে আসে অদৃশ্য আঙিনায়!
আঁতুড়ঘরে আজ সময়ের নিথরদেহ!
বদলায় ইতিহাসের রক্তখচিত রঙ।
পালকভাঙ্গা একটি শালিক, তবুও উড়ে যায়
নতুন ভোরের প্রতীক্ষায়!
পিছনে জেগে থাকে বিদ্রোহ,
শেকড়ের গহীনে বোনা হয় চেতনার বীজ।
শব্দের দীপশিখায় জ্বলেওঠে আগুন
ধ্বনিত হয় একটি বাণী, জয়বাংলা
বাঙালির জয়।





Leave a comment