নদীরা জল খায়, মাটি খায়
গাছপালা, হাড়গোড় বসতবাটি
নুপুরপরা নুরজাহানের শরীর
উত্তাল যৌবনে ক্রোধের আগুন।
তৃষ্ণাজীবী নদীরা জন্মেছে
পাহাড়ের জঠরে, প্রাচীন প্রত্নখনন
এক অজানা সর্পিল পথবেয়ে
নারীদের বুকে আশ্রয় সরোবর।

নদী
নদীরা জল খায়, মাটি খায়গাছপালা, হাড়গোড় বসতবাটিনুপুরপরা নুরজাহানের শরীরউত্তাল যৌবনে ক্রোধের আগুন।তৃষ্ণাজীবী নদীরা জন্মেছেপাহাড়ের জঠরে, প্রাচীন প্রত্নখননএক অজানা সর্পিল পথবেয়েনারীদের বুকে আশ্রয় সরোবর।
1–2 minutes




Leave a comment