শিখাগুলি গর্জে উঠে নীরবতার রাজত্বে
বাতাসে ভেসে বেড়ায় ছাই, শোকের পাথর
মিথিলার শরীর জীবনের এক সূক্ষ্মবুনন
অদৃশ্য বিশ্বাসে জেগে থাকে অন্ধকারে চাঁদ।
অগণিত কীট, সরীসৃপ হেঁটে বেড়ায়
আগুনের পথ, কুয়াশার ভেজা ঘাসফুল
টেমসের জলে মিথিলার শোক ভাসে
নগর জ্বলে বিষাদে, আলোকিত ভোর।

মিথিলার শোক
শিখাগুলি গর্জে উঠে নীরবতার রাজত্বেবাতাসে ভেসে বেড়ায় ছাই, শোকের পাথরমিথিলার শরীর জীবনের এক সূক্ষ্মবুননঅদৃশ্য বিশ্বাসে জেগে থাকে অন্ধকারে চাঁদ।অগণিত কীট, সরীসৃপ হেঁটে বেড়ায়আগুনের পথ, কুয়াশার ভেজা ঘাসফুলটেমসের জলে মিথিলার শোক ভাসেনগর জ্বলে বিষাদে, আলোকিত ভোর।
1–2 minutes




Leave a comment