তোমার প্রশস্ত আঙিনায় ছড়িয়ে দিয়েছি
লোহিত কৃষ্ণচূড়া ।
কামুক উষ্ণতায় গলে গলে
নতুন স্বপ্নের গল্প লিখে যায় ।

তোমার চেতনার নদী জলস্রোতে
শৈল্পিক প্রতিশ্রুতি
প্রতিটি বাঁকে জেগেওঠে মৃতপ্রাণ শরীর
শূন্যতা খুঁড়ে অনাগত হয়
বস্ত্রহীন নিদাগ চাঁদ

কামের বীজ পোড়ে রুপালি রোদে
মেঘের ঠোঁটে নুয়েপড়ে
এক দিগন্ত রঙধনু
যেখানে সব কিছু থেমে থাকে,
শিহরণে কাঁপে অস্তিত্বের প্রতিটি কণা

শিল্পিত উষ্ণতায় প্রণয় বুনন
নন্দিত হয় স্বপ্নের লাবণ্য
ক্লান্তিহীন নিঃশব্দের সিঁড়ি ভাঙে
নশ্বরতার জাগতিক অবক্ষয়

Leave a comment

Trending