মাটির নির্যাস থেকে খুঁজে নিয়েছি
আমার চৈতন্যের উর্বরতা
সঙ্গিন এই অসম বেলায়।
হাত বাড়িয়েছি আকাশের পানে
যেখানে স্বপ্নেরা দলবেঁধে ভেসে বেড়ায়
অবারিত গাঙচিল যেমন।
হৃদয় ছুঁয়ে ভেঙ্গে পড়ে বেদনার ঝড়
আমাকে প্রতিহত করে আমারই
ক্লান্ত প্রহর।

পরাহত
মাটির নির্যাস থেকে খুঁজে নিয়েছিআমার চৈতন্যের উর্বরতাসঙ্গিন এই অসম বেলায়।হাত বাড়িয়েছি আকাশের পানেযেখানে স্বপ্নেরা দলবেঁধে ভেসে বেড়ায়অবারিত গাঙচিল যেমন।হৃদয় ছুঁয়ে ভেঙ্গে পড়ে বেদনার ঝড়আমাকে প্রতিহত করে আমারইক্লান্ত প্রহর।
1–2 minutes




Leave a comment