হীমশীতল বাতাসের শরীর ছুঁয়েদেয়
মাঘের আড়াল থেকে সূর্যের ওম
ঘুম থেকে জেগেওঠে শহরের আর্দ্রতা
চায়ের পেয়ালায় ভাসছে ব্যস্ত সময়ের তাড়া
মিথিলার বাস ছুঠে মাইল এন্ড রোড ধরে সেন্ট পলস,
চুম্ববে চুম্বনে জড়াজড়ি রক্তাক্ত যুগল..
আগুনমুখো মিথিলার পথ আগলে থাকে
যৌবণের বাসীগল্প।

Leave a comment

Trending