পৌষের দুধেলা চাঁদটি আজ
তোমার খোঁপায় গেঁথে দিলাম।
পূর্ণিমার জ্যোতির্ময় শরীর
বিমোহন কাশবন প্রহর তোমাকে ঘিরে
তুমি কি টের পাও
প্রকৃতি থমকে দাঁড়িয়েছে
তার বিস্মিত চোখে নান্দনিক উচ্ছ্বাস।
আজ বসন্তের প্রথম প্রহর
কুশিয়ারার নাভিতে উত্তাল উন্মাদনা
কামার্ত মুগ্ধতায় চক্ষুহীন আঁধারের বিস্ময়।
নর্তকী খুলে ফেলেছে নুপুর
তাঁরাদের নৃত্যে সিক্ত মৃতপাইনবন
অন্ধকার খুঁজে পেয়েছে বিদ্যুতের অহংকার।
এই প্রণয় বিবাগী প্রহর তোমার জন্য
পুষ্পরাশিতে ফিরে আসে বসন্ত
শিমুল তুলোর প্রপাত
বিমুগ্ধ শূন্যতার মায়াবী জমিন।
তোমার জন্য বিষফল খেয়েছে
হাজারো রমণীয় সুখ।





Leave a comment