সাগরের আধিপত্য নিয়ে আমার কিছু যায় আসে না,
পাহাড়ের সাথে আকাশের ভ্রান্ত যোগ আমাকে ভাবায় না।
আমি শূন্যতার উদারতা নিয়ে আত্মার সাথে অনুবিদ্ধ
বৈষম্যের ক্লান্তি অপসারণে যোগমন্ত্ৰ পাঠ করছি ।
বাতাসের মুক্ত ভ্রমণ, জলের রহস্যময় স্রোত,
এসব নিয়ে আমার কোন উদাসীনতা নেই।
আমি দাঁড়িয়ে আছি বন্ধ্যা এক জনারণ্যে,
যেখানে স্বাধীনতা অপসৃত, বিকলাঙ্গ মনুজ।
নক্ষত্রের উজ্জ্বল দীপ্তি আমাকে আর মুগ্ধ করে না,
নেহাৎ ধূসর অন্ধকারেই আজ খুঁজে নিচ্ছি আশ্রয়।
আমার অন্তর্গত শূন্যতা যেন মহাকাশের চেয়ে গভীর,
আমি আজ প্রশ্নবিদ্ধ আমার ছায়ার বিপরীতে ।
সাগর, পাহাড়, কিংবা সীমাহীন সবুজ প্রান্তর
এসব কেবল বিমূর্ত ছায়ার মত, দৃষ্টি-ভ্রষ্ট।
আমি আজ অন্ধকার বিবেকের প্রহরী মাত্র
দুঃসময়ের চৌকি, কেবলই সারিবদ্ধ জীবন্তলাশ।
নগরের বনেদি শরীর পুড়ে যাচ্ছে নিঃশ্বাসের তাপে
লুকিয়েছে জ্ঞাতারা,শামুকের মত, মুখোশের আড়ালে।
নাবালক শকুনেরা চিবিয়ে খায় অসুরের হাড়!
নোঙর করেছে কালের পীঠে বোমারু জাহাজ।
জম্বিদের শহর, ছায়ার মত বশীকৃত, বাকরদ্ধ মানুষ
নষ্ট সময়ের পলাতক যত নপুংসক বোধের শরীর!

দুঃসময়
সাগরের আধিপত্য নিয়ে আমার কিছু যায় আসে না,পাহাড়ের সাথে আকাশের ভ্রান্ত যোগ আমাকে ভাবায় না।আমি শূন্যতার উদারতা নিয়ে আত্মার সাথে অনুবিদ্ধবৈষম্যের ক্লান্তি অপসারণে যোগমন্ত্ৰ পাঠ করছি । বাতাসের মুক্ত ভ্রমণ, জলের রহস্যময় স্রোত,এসব নিয়ে আমার কোন উদাসীনতা নেই।আমি দাঁড়িয়ে আছি বন্ধ্যা এক জনারণ্যে,যেখানে স্বাধীনতা অপসৃত, বিকলাঙ্গ মনুজ। নক্ষত্রের উজ্জ্বল দীপ্তি আমাকে আর মুগ্ধ করে না,নেহাৎ…
1–2 minutes




Leave a comment