সূর্যাস্তের বাকল ছেড়ে উন্মাদনায় শহর ঝলসে উঠে ।
বিলম্বিত পাতাল রেল, প্রস্থান করে নিষ্ফলা দেহের শিরায়।
সন্ধ্যা প্রলুব্ধ হয়, উষ্ণতা হারায় গতি, তারপরও
রাতের শরীর তাড়া করে স্ফীত নক্ষত্রের আলো।

যুবতির নিত¤ বিস্ময় অতিক্রম করে!
তার পদচারণ ছোঁয়ে যায় আত্মার গ্লানি।
অস্পষ্ট কুয়াশা-ছায়ায় সাইবার ক্যাফে-তে বসে
মিথিলার অপেক্ষা। কাম-সম্মোহন চেটে খায় ফুটপাত।
ইন্দ্রিয়াগ্নোৎপাতে বিবর্ণ উৎসব, নেচে উঠে
কামনার শরীর। মিথিলা, অপেক্ষা করে,
অভিলাষে রমণ হুছট খায় বীর্য-বাণে।

Leave a comment

Trending