বিশ্বাসের করোটিতে জিইয়ে রাখা
আমার নিঃশ্বাস যেখানে স্বপ্ন
যা আমার উদাসীনতাকে পাহারা দেয়
আমি কিছুই বুঝতে পারিনা
এক ঝাক দুঃস্বপ্ন আগলে থাকে ক্লান্তির নামে;
বদলে যায় যাবতীয় আয়োজন,
বিমূর্ত ইচ্ছের পরিধি।
কোথায় খুঁজে পাওয়া যাবে লুঠেপড়া
তাঁরার ত্বরিত ঝলকানি,
কোথায় অমাবশ্যায় দেখা মেলে
বিমুগ্ধ চাঁদের শরীর
হতাশা লেপ্টে থাকে ইটপাথুরে বাড়ির চার দেয়াল
আবক্ষ জমে থেকে কষ্টের পাহাড়
আমাকে অবজ্ঞা করে সীমাহীন অস্থিরতা
বিষাক্ত প্রতিক্রিয়া স্নায়ু বেদ করে হেটে যায় অবলীলায়
নুয়ে পড়ে সঙ্গমক্লান্ত নিঃসঙ্গ শরীর।

Leave a comment

Trending