আমার বিশ্বাসটুকু প্রতিহত করে যে গেছে
অনিয়মের ব্যরিকেট পেরিয়ে
আমি তাকে অভিশাপ দেবোনা
সে কলঙ্কের নগ্ন উনুনে পুড়ে হবে ছাই!
স্বপ্নের ভেতরে কেউটের বিষক্রিয়া
আমূল পাল্টে দেয় হৃদপিণ্ডের ক্লান্ত আবক্ষয়
যে গেছে তাকে নিয়ে আমার ভাবনা নেই
আমার ভাবনায় আটারো হাজার ঘুণপোকার বেসাতি।
চারিদিকে সংক্রামিত বুনোস্রোত, ডুবতে থাকে
আত্মবিশ্বাসের পঙ্খিরাজ কিস্তি।
যে গেছে তাকে নিয়ে আমি উদাসীন নই
কেবোল বিদীর্ণ ঈর্ষায় আমি বিচলিত হই।
বিমোহিত হই, গাড়-নীল যন্ত্রণার উপেক্ষিত প্রহরে
জ্যোৎস্নার মায়াবী ঠোঁট দেখে। আর
আত্মগ্লানির চরম প্রত্যাশায় গণিকার প্রার্থনা
জরায়ু বিধ্বস্ত করে, বিশুদ্ধ করে সংশয়ের মনস্কাম!





Leave a comment