শীত আসে নি:সঙ্গতা জড়িয়ে ধরে পরিবেশ
গাছের শরীর থেকে খসে পড়ে যৌবন
মানুষ ঘরমুখো হয় নিরর্থক উদাসীন

কামহীন ফলবান পুরুষালী যন্ত্রটিও
নিস্তেজ ঝুলে থাকে,
স্খলন পতনে নিষ্ক্রিয় দেহ।

শীত আসে মৃতবৃক্ষ ছেড়ে পালিয়ে যায়
দলবেঁধে মিহিসুরের চঞ্চল পাখিরা
ঈর্ষায় বিক্ষুব্ধ মুখ লুকায় সূর্যের মহিমা

জল-অনলে পুড়ে বিমূর্ত নারীর শরীর।

Leave a comment

Trending