মানুষজন্মের এক আদিনাম প্রেম
কামনারজলে ভাসে হংসমিথুন
মিথিলার দেহে তীর্থের অবিলাস
বিশ্বাসের অন্তিমমুল্য হচ্ছে আমার আত্মহত্যা
জিরাফের শুষ্কঠোঁটে চুমু খাবে
বেদখলে গেছে মিথিলার ভূখণ্ড, মরুভূমি
নরকের দরজায় কড়ানাড়ে বিধ্বস্ত সময়।

ইক্সোরাগুলো ঝাড়বাতির মত শতদলে ছিলো
কুসুমিত আঙ্গিনা
চাঁদ হাতে রেখে প্রতীক্ষার ওজন ছিলো বড়
বেশি ভারী
মিথিলা, জলের আগুনে বিকশিত শরীর।

ফুলের গন্ধে মৌচাকে পিপীলিকার আশ্রয়
মৌলোভে আগন্তুক নিঃশ্বাসে বিরহের বিষপান
মিথিলা উদার কামুক-শামুক
নষ্টরীতির মাংসস্তবক
গভীরজলের কুয়োয় দেখি মধ্যরাত জেগে থাকে
নির্লজ স্তনের ভিটায় আদিমবাস।
মোমের মত পুড়তে থাকে, আত্মহনন-
প্রেম-প্রণয়ের উদ্বিগ্ন উচ্ছ্বাস।

Leave a comment

Trending