হাস্কের উপরতলায় সাইপ্রেস ভাইনের উজ্জ্বল লাবণ্য
কফির পেয়ালায় বুকের প্রচ্ছদআঁকা
জোড়া-হৃদয় যেন ভাসমান স্বর্গ।
লাইমহাউস ছুটে চলে ম্রিয়মাণ
হিমাদ্রির চাঁদ হাতের মুঠোয় নিয়ে
রোদারহাইত টানেল দিয়ে পৌঁছে যায়
লাফালাফি মৎস্যখামার
তারপর স্থলপদ্মের বিস্তৃর্ণ বাগান।
আংশিক স্মৃতি, আংশিক ইতিহাস
কিছুটা নস্টালজিয়ায় জিইয়ে থাকে
ফাল্গুনের আকাশ।

স্মৃতি
হাস্কের উপরতলায় সাইপ্রেস ভাইনের উজ্জ্বল লাবণ্যকফির পেয়ালায় বুকের প্রচ্ছদআঁকাজোড়া-হৃদয় যেন ভাসমান স্বর্গ।লাইমহাউস ছুটে চলে ম্রিয়মাণহিমাদ্রির চাঁদ হাতের মুঠোয় নিয়েরোদারহাইত টানেল দিয়ে পৌঁছে যায়লাফালাফি মৎস্যখামারতারপর স্থলপদ্মের বিস্তৃর্ণ বাগান।আংশিক স্মৃতি, আংশিক ইতিহাসকিছুটা নস্টালজিয়ায় জিইয়ে থাকেফাল্গুনের আকাশ।
1–2 minutes




Leave a comment