হাস্কের উপরতলায় সাইপ্রেস ভাইনের উজ্জ্বল লাবণ্য
কফির পেয়ালায় বুকের প্রচ্ছদআঁকা
জোড়া-হৃদয় যেন ভাসমান স্বর্গ।
লাইমহাউস ছুটে চলে ম্রিয়মাণ
হিমাদ্রির চাঁদ হাতের মুঠোয় নিয়ে
রোদারহাইত টানেল দিয়ে পৌঁছে যায়
লাফালাফি মৎস্যখামার
তারপর স্থলপদ্মের বিস্তৃর্ণ বাগান।
আংশিক স্মৃতি, আংশিক ইতিহাস
কিছুটা নস্টালজিয়ায় জিইয়ে থাকে
ফাল্গুনের আকাশ।

Leave a comment

Trending