দুঃখগুলো জানালার পাশে সারাক্ষণ স্থীর
বসে থাকা পাখিগুলোর মতই
উদাসীন, সময়ের সাথে আষ্টেপিষ্টে জড়িয়ে আছে।
পৃথিবীটা দূরেদ্রুত সরে যাচ্ছে,
আমি একা হয়ে আছি,
মাঝে মাঝে বিদ্যুৎ চমকালেই হাড়গুলো কেঁপেওঠে!
এই বুঝি সেই সময়,
রূপান্তরিত হতে চলেছে আত্মা…
আগামী প্রতুষ্যে নক্ষত্রগুলো নিভে গেলে
আমি অন্ধকারে ছুটে যাবো আলোর গতিতে।
আমার সবকিছু এখানে রেখে যাবো,
নিঃসাড় শুয়ে থাকবো…
বিদগ্ধ কাঠকয়লায়পুড়া মমতার শরীর।

ক্ষয়
দুঃখগুলো জানালার পাশে সারাক্ষণ স্থীরবসে থাকা পাখিগুলোর মতইউদাসীন, সময়ের সাথে আষ্টেপিষ্টে জড়িয়ে আছে।পৃথিবীটা দূরেদ্রুত সরে যাচ্ছে,আমি একা হয়ে আছি,মাঝে মাঝে বিদ্যুৎ চমকালেই হাড়গুলো কেঁপেওঠে!এই বুঝি সেই সময়,রূপান্তরিত হতে চলেছে আত্মা…আগামী প্রতুষ্যে নক্ষত্রগুলো নিভে গেলেআমি অন্ধকারে ছুটে যাবো আলোর গতিতে।আমার সবকিছু এখানে রেখে যাবো,নিঃসাড় শুয়ে থাকবো…বিদগ্ধ কাঠকয়লায়পুড়া মমতার শরীর।
1–2 minutes




Leave a comment