আমার দীর্ঘশ্বাসের সাথে প্রতিধ্বনিত হয়
তোমার পায়ের শব্দ, চুড়ির নিক্বণ
এলোমেলো হয়ে যায় ভাবনার সুবর্ণ প্রহর
চন্দ্রালোকে সুশোভিত প্রাঞ্জল কোন রাত
আমার দুচোখে স্বপ্নময় রহস্য অন্ধকার
লুকিয়ে থাকে স্তব্ধতা, প্রতীক্ষার মৃতকাল
নিভৃতে খামচে ধরে স্মৃতির বিনষ্ট প্রণয়
আমাতে সাধেনা স্বপ্নেবুনা আলোক প্রভাত।





Leave a comment