আজন্ম একটুকরা স্বপ্নের নাম স্বাধীনতা,
যে স্বপ্নের শরীরজুড়ে ঘামের গন্ধ,
মিথিলার কপালে রক্তের সিঁদুর।
আকাশে ফেরারি একখণ্ড মেঘের নাম স্বাধীনতা
সূর্যের তাপে গলেপড়া রক্তবর্ণ ক্লান্ত শিশিরজল।
স্বাধীনতা মানে আধখানা চাঁদের বিস্মিত ছায়া
আলো অন্ধকারে লুকোচুরি খেলা।
বাতাসে জ্বলেওঠা উনুনেপুড়ে বিগ্রহের শরীর
স্বাধীনতার আশ্রয় নেই, যেন অচ্ছুত বেওয়ারিশ।
স্বাধীনতার পায়ে কখনও নূপুর, কখনও শৃঙ্খলিত বেড়ি,
চিৎকার করে ট্রাকের নীচে চাপাপড়া তরুণী,
স্কুলপালানো কিশোরের নষ্ট ভাবনায়
নুরপুরের ধর্ষিত সন্ত্রস্তা বালিকা।
স্বাধীনতার নামে রাজাকারের রাজভোগ
বিমূর্ত ইতিহাস!
স্বাধীনতা যাচ্ছেতাই অকুতোভয় স্বভাব
খুন, ডাকাতি, ধর্ষণ মিলেই পরাহত সংশয়।
স্বাধীনতা হাটে দৃশ্যহীন উদভ্রান্ত শহরে কিংবা গ্রামে
স্বাধীনতা গ্রন্থিত সারি সারি শব্দে কবিতার বুনন।
কলঙ্কিত বৃক্ষ সাক্ষী কবর পৌঁছেনি এখনো লাশেরা
আজো মিথিলার শোকাগ্নিতে অনির্বাণ প্রত্যয়
বীরাঙ্গনা ছিলো সে, মাতৃজঠরে বেজন্মার কান্না
অচ্যুত স্বাধীনতার নি:শ্বাসে কাঁপে বাংলাদেশের পতাকা!

Leave a comment

Trending