নারী, মানে আমার মা
ভfলবাসার বিশুদ্ধ উচ্চারণ,
গোটা পৃথিবী ছিলো আমার মায়ের কাধে
মা, মানেইতো আমার পৃথিবী
একটু বিশ্বাস, এক পশলা শান্তি
শুষ্ক অনাবাদী মরিভুমিতে বিস্তৃত ফুলেল বাগান
সাহারার প্রান্তরজুড়ে বৃষ্টির নহর
কষ্টের আগুনেপুড়া বুকের জমিনে প্রশান্তির ছায়া-বৃক্ষ।
তিনি নারী, আমার মা,
আজ আমি সেই নারীর প্রতি নুয়ে পড়া ক্লান্ত শরীর,
খুঁজে বেড়াই মা, মায়ের প্রশান্ত বুকের আঙিনা।
তিনি নারী, আমার মা, মাকে আর কোথাও দেখিনা,
কেবলই জীর্ণ-আগাছায় বেষ্টিত তার কবরের এপিটাপ!
মা, এখন কেবলই স্মৃতি!
নারী, আমার বোন বিশ্বস্ততার নীলিম আকাশ,
কূয়াশায় হারিয়ে যাওয়া দুচোখের গভীরতায় স্বস্তির উজ্জ্বল আলো।
বিষণ্ন-উদাসীন সময়ে স্নেহ-মায়ায় মুঠোহাত,
মায়ের শীতল হাতের স্পর্শ যেনো খুঁজে পাই বোনদের নিঃশ্বাসে,
আমাকে আগলে রাখে সারাবেলা।
দীর্ঘ পথ ধরে হেঁটে চলেছি যে হাত ধরে
সেই কোমল হাতের স্পর্শে আমি ব্যাথা-ক্লান্তিতে নিরাময় খুঁজি
মানব-কল্যানে আমার মায়ের অণুকরন,
সে আমার স্ত্রী, আমার স্বস্তির নিঃশ্বাস তাকে ঘিরে।
একজন নারী মানে আমার মেয়ে,
আমার একমাত্র সঞ্চয়।
পৃথিবীজুড়ে লক্ষ লক্ষ কন্যাদের জ্যোতির্ময় একটাই মুখ।
একজন নারী মানেই শুধু ফ্যাশন-শোতে, টিভির পর্দায়
অথবা বিজ্ঞাপনের বিলবোর্ডে ঝুলন্ত অর্ধনগ্ন শরীর নয়,
আমার মেয়ের নান্দনিক শিল্পকর্ম।
নারী মানে রাস্তায়, বাসে- ট্রেনে অথবা কর্মস্তলে
নষ্ট পুরুষের নগ্ন চোখের ধর্ষণ-কাম নয়।
একজন নারী মানে আমার ভালবাসার আশ্রয়স্থল,
কল্যাণের পথে বিশ্বস্ত সহযাত্রী।
আমার স্বপ্নের পরিধি ঘিরে সহস্র মাইল সুখের ঠিকানা,
একজন নারী মানে হাওয়া, আমার মা।

Leave a comment

Trending