মানুষের ভেতরের গহীন কুয়োতে
বসবাস করে আদিম কচ্ছপ,
বদ্ধ মায়াপুরী ওখানে, উদ্ভান্ত চঞ্চলপ্রাণ
মানুষ খুঁজে ফিরে অস্তিত্বের সোনালী রোদ।
কিন্তু…
শ্মশানের বিদগ্ধ পোড়াগন্ধে নিশ্বাসের প্রণয় ভিক্ষা
আদিগন্ত বিমোহিত করে!
মানুষ জন্মের মমতার শরীরে এমন মিহিন বুনন
কেবোলই বিস্ময় অবলোকন করে।
কতটা নিরেট কষ্টের সরীসৃপ বুকে পুষে
মানুষ প্রায়শ্চিত্তের গভীরতম উচ্ছ্বাস উপলব্ধি করে!
তারপর…
নিস্তব্ধ নিসর্গের দিগন্ত উন্মোচিত হয়
মানুষ হেঁটে যায় ইথারে, অভিমানে
ভ্রান্তিবিলাসে…।





Leave a comment