কবিতা আমার ভাবনার সৌখিন প্রান্তরজুড়ে মায়ামৃগয়া
সারাবেলা দুরন্ত বিচরণ।
ভালবাসার উত্তরণে সবুজের বুকে
রক্তিম সূর্যের প্রত্যয়।
কবিতার শরীর প্রতিনিয়ত তাল লয় ছন্দ মাত্রায় নান্দনিক
কবিতার দেহের শিরা উপশিরায়
বহে চলে উত্তাল রক্ত সঞ্চালন,
স্নায়ুপথে শব্দের ইলেকট্রন যা কিনা
হৃদযন্ত্রকে আলোড়িত করে।
কবিতা কখনওই সংশয় প্রদর্শন করেনা,
যৌবনকে পুঁজি করে কবিতা পূর্ণাঙ্গ যুবতী
আমি কবিতার যৌবনে জেগে থাকি,
নস্টালজিয়ায় কবিতা দ্বিধাহীন প্রতিশ্রুত।
শাড়ী, সালওয়ার-কামিজ, শার্ট-পেন্ট,
না হয় সর্ট স্কার্টে শহরে, নগরে
কিংবা গ্রামের পথ ধরে কবিতা বিরামহীন অবিচল…
কবিতা কখনও কখনও হিজাবে আর নেকাবে
ঢাকা পড়া ঘাসের মতন ধবধবে শাদা আদল
দেহের ভাঁজে ভাঁজে প্রীতি ও প্রণয়ের
বিমোহন আকর্ষণ।
কবিতার অন্তহীন পথচলা ফেইসবুকে, গুগলে
কিংবা টুইটারে ফেরীকরা ভাসমান প্রতিচ্ছবি
কবিতা যুক্তরাষ্ট্রের রাজপথে বিপ্লবের
মহিমা নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে
পতাকার রঙে হিজাবী প্রোট্রেট
প্রতিবাদী মুনিরা আহমেদ।
কবিতা আমার বুকের ফ্রেমেবাধা
মোনালিসা স্বভাব
অস্তিত্বের আধিপত্যে কুমারী মরিয়ম
বিশ্বাসে অধীনস্থ ঈশ্বর প্রথা।
কবিতা ভাসছে সিরিয়ার আকাশজুড়ে
রাসায়নিক ধোয়ায়,
সুয়েজ খালে রক্তের ঘোলাটে জল
তারপরও কবিতা আগুণতাপে
ধবধবে পূর্ণিমা চাঁদ।
কবিতার পাখায় ভর করে
সত্তর হাজার ফেরেশতার আকাশমন্ডলী পরিদর্শন,
স্বর্গের প্রাসাদে খচিত কাব্যময় কবিতার চয়ন।
সরস, টাটকা এবং আদিগন্ত ঈশ্বরবাদে
নুয়ে পড়া এক একটি শব্দের মোহর,
এ আমারই কবিতা।

Leave a comment

Trending