পলাতক মেঘ ঢেকে রেখেছে বোধের শরীর
স্বপ্নের রঙ মুছে দিয়েছে ক্লান্তি,
এমনই বিভাজিত সময়!
এত খুনসুটি বেহুদা প্রহর,
ভেঙে পড়ছে গাছের পালক।
পাখিরা ছেড়ে যাচ্ছে নীড়
নির্জন নদীর ধ্বনিতে বাজে বেদনার সুর,
আধারে নোঙর করেছে বিমূর্ত ছায়া।
শূন্যেতায় হাহাকার উদাসীন বেলা
আকাশের মলিন প্রান্তে ভেসে বেড়ায়
চৈত্রের শুকনো পাতার জল?
হাঁসফাঁস বুকে ছুঁয়ে দেয় কোন এক
আদি অভিমান।
সময়ের ফাঁকে ভাজকরা স্মৃতি,
বাতাসে ভেসে আসে কোলাহলের গন্ধ।
পলাতক মেঘের পিছু পিছু,
অসীমে মিশে যাচ্ছে উদভ্রান্ত প্রাণ।
তবুও মাটির বাঁধন,
ফিরে ফিরে আসে অনাহুত ধূসর সময়
কখনো আবার থমকে দাঁড়ায়..
এ যেন জীবনের ব্যাহত আয়োজন!





Leave a comment