কৃত্রিম আলোয় প্রতারিত নক্ষত্রগুলো
উপেক্ষা আর অবজ্ঞায় ছিটকে পড়ছে
ক্যানারিওয়ার্ফের পাদদেশে।
আকাশের উদরে বিষণ্ণ চাঁদ
আমার নির্ঘুম চোখের শার্শিতে
বেদনার প্রতিপক্ষ।

ক্লান্তিহীন উচুটান সিনায়
হাসফাস বন্ধ্যা রাত,
কর্মের তাগিদ বিতাড়িত করে
সময়ের চৌহদ্দি।
আমি হাত বাড়াই জানালার পর্দায়
রাত শেষের কামুক বিরতি;
ঘোষণা করে নেভেলের ঠোঁটে
চুরুটের শেষ টান..।

Leave a comment

Trending