ইট কংক্রিটের মত তোমার গ্রীবা
ওখানে আমি চুমু খাবোনা
দ্বিধাগ্রস্ত আমার রক্ত সঞ্চালনে তার কোন প্রভাব পড়বেনা
ভাঙা আয়নায় প্রতিফলিত তোমার অসংখ্য মুখাবয়ব
চাপাপড়া বুনো ঘাসের মত ফ্যাকাসে,
সবত্র শিল্পের প্রস্থান
বৈষম্য ধারণ করে আছে যত্রতত্র
ঐ ঠোঁটে কেবলই জড়তার বিস্ময়
সুনিপুণ হেটে বেড়ায় কালো কালো পিঁপড়ের দল।

আমি তোমার বুকের সংস্কার এবং
নৈরাজ্যের অবসান চাই।
তোমার অপুষ্ট ত্বকের লাবন্যে বেড়ে উঠবে ফুল-পাপড়ী
শষ্যের বাগানে ঘুঙুরপরা পূর্ণিমা,
নীরা বাউরী মত তুমি শমশের নগর
শিল্পের দীপ্ততায় উপচানো বাসনা নিয়ে
তবেইনা তুমি আমার সঙ্গিন বুক ছুঁয়ে
অমরাবতী হবে।

Leave a comment

Trending