ইচেছ হলে একটু খানি জিরিয়ে নিও
পুবের ঝিলের উত্তর পাড়ে, হিজল তলে।
ইচেছ হলে শীতলক্ষায় উদোম গায়ে
বানের জলে, শরীরটাকে ভিজিয়ে নিও..।

হতাশ হবার আশংখাতে হাটতে গিয়ে
থুবড়ে পড়ো অনিয়মের ব্যারিকেডে,
থাকো তুমি এইখানেতে যতখানি
থাকা যাবে অনিশ্চিতে।

বন্ধ্যা সময় ভিন্ন মাপে পুড়ায় বুঝি
মনটা তোমার হাজার ডিগ্রি উত্তাপেতে,
সঞ্চয় যা দূর্দিনেতে
পুজিবাদে বিনিয়োগ হবে।

জিরিয়ে নিও, জিরিয়ে নিও
ইচেছ হলে ফিরিয়ে দিও
সুদাসলের অবশিষ্ঠ হিসাব কড়ি।

Leave a comment

Trending