নিদ্রাহীন হেটে যাচ্ছে মিথিলা
অতিক্রম করছে কষ্টের বিদগ্ধ পাহাড়।
অনুসরণ করছে স্মৃতির আগুনপোড়া
কুয়াশার ছায়া।
পেরুনো যাবেনা তাকে
সে যেন অনিশ্চিত ফেরারি মেঘ।
জ্বলে ওঠে ঈর্ষার আগুন
উতলা ঘামেরজলে ভাসে মিথিলার শরীর
ক্লান্তিতে নুয়েপড়ে ভেতরে পোষা ষোড়শী যৌবন
মৌসুমি আর্দ্র বাতাসে কাঁপে হাড়, মাংসপেশি
মিথিলাকে ঘিরে নশ্বরতার বিপন্ন সময়।
মিথিলা যেন একলা ভ্রমণ হারিয়ে যাওয়া
সঙবিহীন হংসমিথুন।
নস্টালজিয়ার নষ্টমায়ায় আষ্টেপিষ্টে বদ্ধখাঁচা,
কামমোহনের বয়স পেরুয়
স্মৃতির ভেতর স্বজন পোষে
জীবন চলার বক্রপথে দু:সময়টাই পূজিকরা,
সব হারিয়ে আজ মিথিলা উদাসপ্রাণ, আত্মহারা।
ভিন্নরকম জীবনটাকে মানিয়ে নেয়া,
সংসার যেন অন্ধকারে চোরাবালি
বাঁচার জন্য মরতে মরতে ডুবেযাওয়া।

অন্তবিহীন মিথিলা
নিদ্রাহীন হেটে যাচ্ছে মিথিলাঅতিক্রম করছে কষ্টের বিদগ্ধ পাহাড়।অনুসরণ করছে স্মৃতির আগুনপোড়াকুয়াশার ছায়া।পেরুনো যাবেনা তাকেসে যেন অনিশ্চিত ফেরারি মেঘ।জ্বলে ওঠে ঈর্ষার আগুনউতলা ঘামেরজলে ভাসে মিথিলার শরীরক্লান্তিতে নুয়েপড়ে ভেতরে পোষা ষোড়শী যৌবনমৌসুমি আর্দ্র বাতাসে কাঁপে হাড়, মাংসপেশিমিথিলাকে ঘিরে নশ্বরতার বিপন্ন সময়।মিথিলা যেন একলা ভ্রমণ হারিয়ে যাওয়াসঙবিহীন হংসমিথুন।নস্টালজিয়ার নষ্টমায়ায় আষ্টেপিষ্টে বদ্ধখাঁচা,কামমোহনের বয়স পেরুয়স্মৃতির ভেতর স্বজন পোষেজীবন চলার বক্রপথে…
1–2 minutes




Leave a comment