এখনো রাত, অন্ধকার লড়াই করছে বৈষম্যের সাথে
বোধের ভেতর বেসামাল নাড়া দেয় যত্রস্থ নারী দেহ,
এ কেমন কঠিন-ব্যাধির উত্তাপে ক্লান্ত নির্জীব শরীর
আমাকে আটসাট আটকে রাখে দ্বৈরথ বেহায়াপনায়!

মানব সৃষ্টির যন্ত্র নির্বাক আর উৎকন্ঠায় দ্রবীভূত
কম্পমান দেহ-শিরায় নিস্ক্রিয় স্তব্ধতা,
আমাকে অগোছালো রেখে নগর জেগে ওঠে উৎসবে
আমি থাকি রমনীর শাড়ি পেছিয়ে নগ্নতার ধারায়।

পাখীরা নীড় খুঁজে নিয়েছে কবে, শুধু লজ্জিত ভাবনায়
জেগে থাকার হিসাব-নিকাশ বাকী থাকে ন্যাস্ত আমার।
খরস্রোতা নদির বুকে কেবলই নাউ উজান-ভাটি করে
মাঝির কি আর দোষ, নদি-ই এমন প্রকৃতির মায়ায়!

Leave a comment

Trending