বেবাক মানুষের মুখ;
আকাশকুসুম প্রার্থিব জীবন,
শ্বাপদের আঁকর আর ছায়াহীন ব্যাপ্তি।
কল্যাণপুর জংশন। নক্ষত্রের মত
জ্বলজ্বলে সারি সারি বাতি!
আধুনিক পৃথিবীর স্বপ্ন নিয়ে
জেগে উঠছে শহরের শরীর।
জীবে দয়া হয়না, হাহাকার
প্রদক্ষিন করে প্রেয়সীর ঠোঁট
স্তনে সূর্যের তাপ, বক্ষে জিমোয়
মৃত কংকাল।
মানুষ থেমে থাকে কল্যাণপুর ষ্টেশনে,
শরীরে শরীর খুঁজে শীতল ¯পর্শ!
জ্বলন্ত দীর্ঘশ্বাস ছেড়ে ভুঁ ভুঁ
ছুঠে রেলগাড়ি, থ্যাতলে নিয়ে যায়
মানুষের বিশ্বাস, স্বপ্নের কুসুম।
উদাম বক্ষে প্রসুতির অপেক্ষা..,
কল্যাণপুর জংশন থমকে থাকে!





Leave a comment