সাদা মেঘের ছায়াও কালো, যেমন তোমার।
কৃষ্ণপক্ষে শরীর ভাঙে, শরীরটাকে পুঁজি করে,
হলুদ রোদ হতাশ হলে ঝলসে ওঠে বিড়াল চোখ;
অন্ধকারের আড়াল থেকে বিত্তবান সূর্যও হাসে।

কুয়াশার ভেতর থেকে বাড়াও যখন তোমার মুখ
মোহিনী রুপ আটকে থাকে ঝুলে থাকা চাঁদের গায়ে।
পরিমিত বোধের ভেতর আত্মদ্রোহ শুভ্রহাসি,
অনুভবের উল্টো-পথে স্বপ্নস্রোতে জীবন তরী।

Leave a comment

Trending