সন্ধ্যা আলোয় এ নগর বাউল হয়ে ওঠে
যাযাবর শকুর তাড়া করে বিশ্বাসের প্রহর
বাতাসে ওড়ে শংসয়, নিত্য কামনার জগৎজুড়ে
ধ্বংসাত্মক নষ্ট প্রতিক্রিয়া।
নিরাময় সাধনে ধবধবে শাদা মাটির প্রলেপ
যৌবন নাচে তা ধিং ধিং তা…
এখানে কেউ নেই শুধুই মৌমাছি লোলুপ জিহŸা।
চন্দ্রবালিকার নশ্বর দেহতত্ব নিয়ে
পিঙ্গল বিড়াল চোখে স্ফিত লালসা,
জীবন খোঁজে জীবনের অবশ সময়
মাছেরা হয়ে ওঠে বেওয়ারিশ লাশ
তাপদাহে বুকের উনুন জ্বলে
খোলা আকাশ যেন বেদনার উন্ধাল!
নি:শ্বাসে ওড়ে লউয়ের ফেনা
মানুষের শরীর বিকে অশরীর মোহে
জগৎ তাই উৎসুক নিরর্থক ধ্যানে।
এ নগর জ্বলে বিস্ময় কুড়াতে
মানুষ তাই বাস করে বিবস্ত্র
অমানুষের অন্তরালে।
এ বড় কঠিন দুর্যোগ
মানুষ জন্মের অঙ্গিকারে তাড়া করে শকুন সময়।

Leave a comment

Trending