অনিশ্চিত তোমাকে তুলে দিয়েছি আমার অস্তিত্ব
গাছের মগডালে বসা হুতুম পেঁচার মত
তোমার রাক্ষুসে চক্ষু হিংস্রপ্রলয়ংকর!
তুমি নিলামে তুলেছো আমাকে এবং
আমার প্রত্যাশার সীমিত অহংকার,
এই ছেনাল বেসাতি বড় বেশি অপ্রিয়।
তোমার চোখের কার্ণিশে
হাজারও যুদ্ধবাজ অশ্বারোহীর আতংকিত ভীতি
তাই আমার সমান্তরাল গতিপথে ধৃষ্টতার
চরম বিপর্যয় নেমে এসেছে।
মারমুখো চাবুকের সপাং সপাং শব্দে
আৎকে ওঠে বুকের গোপন কপাট!
এখানে কিছুই বাকি নেই,
শুধুই সৌখিন পাপাচার।

বিধ্বস্থ অহংকার
অনিশ্চিত তোমাকে তুলে দিয়েছি আমার অস্তিত্বগাছের মগডালে বসা হুতুম পেঁচার মততোমার রাক্ষুসে চক্ষু হিংস্রপ্রলয়ংকর!তুমি নিলামে তুলেছো আমাকে এবংআমার প্রত্যাশার সীমিত অহংকার,এই ছেনাল বেসাতি বড় বেশি অপ্রিয়।তোমার চোখের কার্ণিশেহাজারও যুদ্ধবাজ অশ্বারোহীর আতংকিত ভীতিতাই আমার সমান্তরাল গতিপথে ধৃষ্টতারচরম বিপর্যয় নেমে এসেছে।মারমুখো চাবুকের সপাং সপাং শব্দেআৎকে ওঠে বুকের গোপন কপাট!এখানে কিছুই বাকি নেই,শুধুই সৌখিন পাপাচার।
1–2 minutes




Leave a comment