চাঁদের রুপোলি আলোর পথ ধরে
নদী ছুটে চলে,
সময়কে বেঁধে ছুটে চলে এক চিরন্তন ছন্দে
বুকের তার লুকানো অজানা অনেক গল্প।
প্রকৃতির নিঃশ্বাসে মিলিয়ে যায়
অচেনা সেই বিষাদগাঁথা,
অথচ রেখে যায় শব্দহীন প্রতিধ্বনি।
এ যেন এক মহাজাগতিক নির্জনতা,
যেখানে ভালোবাসা আর বিরহের
অপরিমেয় সমুদ্র বয়ে যায়,
তারা ভাসিয়ে নিয়ে যায় হৃদয়ের
অন্তর্গত সমস্ত ব্যথা।
নীলাভ আকাশের বুক চিরে
তারার মিছিল এগিয়ে চলে
এক অন্তহীন গন্তব্যে,
যেন সময় নিজেই পথ ভুলে
হারিয়ে যায় নিরব চেতনায়।
চাঁদের আলোর নিচে
নদীর সেই ছন্দময় গতি যেন
এক জীবন্ত কাব্য,
যেখানে প্রতিটি ঢেউ বলে যায়
জীবনের অন্তহীন রহস্য।
তাই তো নদী আর চাঁদের আলোর মিলনে
জেগে ওঠে একটি নতুন কবিতার জন্ম,
যা লিখে চলে অন্তহীন সময়।





Leave a comment