মধ্যরাতেও ঘরে হয়না ফেরা….
অপার্থিব মায়ায় উত্তীর্ণ হয় আধার,
সুপ্ত বিছানা লাবণ্য হারায়। দ্রোহ-নেশা
কুম্ভকর্ণের নিদ্রা ভাঙায়।
পাকচক্র বোধের ভেতরে বৈমাত্র শঙ্কা!
কোন ঘরের কথা বলছো তুমি?
জ্বলছে কোষ-প্রদাহ! বিস্ময় মৌনতা কুড়ায়,
সুগম পথ লউ-য়ে জর্জরিত, বক্ষ কাঁটাগ্রস্থ।
কোন সে সংহারক হাবেলি,
দোয়ারে মুক্তো-কোমল আড়ষ্ট কল্যাণী
ঘরে ফেরার তাগাদা বাড়ায়?
নগরী ক্লান্ত হলে, পুণ্যদয় হবে বুধ,
ঘড়ির কাঁটায় স্মৃতির বুনন তুলে
অপেক্ষায় নেই রমণী আকুল!
কোন ঘরের কথা বলছো তুমি?
অবিশ্রামের মরণোন্মুখ নীড়!





Leave a comment